এসিডের আদ্যোপান্ত
ত্বকচর্চ্চার রুটিনের সাথে ‘অ্যাসিড’ শব্দটি শুনতে অদ্ভুত লাগে না? অথচ জানেন অ্যাসিড আপনার ত্বকের জন্য খুবই ভাল হতে পারে!
অন্যদিকে অসংখ্য অ্যাসিডিক পণ্য, ওয়েবসাইট, সেলিব্রিটিদের কথাবার্তা এবং কোন কোন ক্ষেত্রে খোদ ব্র্যান্ড থেকে আসা অনেক ভুল তথ্য আপনাকে ভুল পথে নিতে পারে। তাহলে কি করা যায়?
সবচাইতে ভাল অ্যাসিড বেছে নেওয়ার উপায় হল আপনি যে ধরনের ত্বকের সমস্যার সমাধান করতে চান, সেটার উপর জোর দেয়া। আরো ভালভাবে বুঝতে হলে বিভিন্ন ধরণের অ্যাসিড সম্পর্কে কিছুটা ধারণা থাকা জরুরী।
বিটা হাইড্রক্সি অ্যাসিড – বিএইচএ (বিএইচএ আছে মাত্র একটি, স্যালিসিলিক অ্যাসিড): আপনার যদি ছুলি বা ব্রণ থাকে, তাহলে এটা হল সবচে’ ভাল।
আলফা হাইড্রক্সি অ্যাসিড – এএইচএ: আপনার ত্বকে যদি বলি রেখা দেখা যায়, তাহলে আপনি এটা বেছে নিতে পারেন।
পলিহাইড্রক্সি অ্যাসিড – পিএইচএ: আপনার ত্বক কি সেনসিটিভ? আর ব্যবহার করতে গিয়ে ত্বক জ্বলবেনা এমন কিছু যদি চান তাহলে এটা আপনার জন্য পার্ফেক্ট।
যাদের মুখে দাগ এবং ছুলি রয়েছে তাদের জন্য স্যালিসিলিক অ্যাসিড খুবই ভাল। এটি ওটিসি প্রোডাক্টে ২% মাত্রায় পাওয়া যায়। ব্রণ, ব্রণের দাগ, মেলাসমা, সূর্যের আলোর কারণে ক্ষতি এবং বয়সের কারণের দাগের চিকিৎসার জন্য ব্যবহার করা যায়।
যারা বার্ধক্যের লক্ষণ নিয়ে চিন্তিত তাদের জন্য গ্লাইকোলিক অ্যাসিড (এএইচএ) ভাল হবে। ব্রণ, কালো দাগ, এমনকি ত্বকের টোন এবং টেক্সচার প্রতিরোধে সহায়তা করে। গ্লাইকোলিক অ্যাসিড সূর্যের আলোর প্রতি সংবেদনশীলতা বাড়ায়, তাই সূর্যের আলোতে ক্ষতি রোধ করতে গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহার করার সময় সানস্ক্রিন ব্যবহার করবেন অবশ্যই।
যদি আপনার সমস্যা অনুজ্জ্বল, ডিহাইড্রেটেড বা শুষ্ক ত্বক হয়, তবে আপনার লাগবে ল্যাকটিক অ্যাসিড (এএইচএ)। এটা ত্বকের জন্য কোমল অথচ ভীষণ সংবেদনশীলভাবে ত্বককে এক্সফোলিয়েট করার কাজ করে।
ম্যান্ডেলিক অ্যাসিড (এএইচএ) গ্লাইকোলিক অ্যাসিডের মতই এবং ব্রণ, এমনকি পিগমেন্টেশন প্রতিরোধ করতেও ব্যবহার করা যেতে পারে। এটা তৈলাক্ত ত্বকের জন্যও ভাল একটা জিনিস। এটি গ্লাইকোলিক অ্যাসিডের মতো ত্বকের গভীরে ঢোকেনা, ফলে জ্বলুনি কম হয়। নিয়মিত ব্যবহারে ত্বক শুকিয়ে না দিয়েই তৈলাক্ততা কমাতে পারে।
আপনার যদি সেনসিটিভ ত্বক থাকে তাহলে আপনি পিএইচএ ব্যবহার করতে পারেন। এটি মূলত একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা ফ্রি রেডিকেলগুলোকে আক্রমণ করে, ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে । সময়ের সাথে সাথে, পিএইচএ লালচেভাব কমায় এবং স্কিনের নমনীয়তা ধরে রাখতেও সাহায্য করে।
লিখেছেন-