How to preserve Asteria rose water

এস্টেরিয়া রোজ ওয়াটার সম্পূর্ণ ন্যাচারাল ভাবে তৈরী ও কোন কেমিক্যাল প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না। তাই এর সংরক্ষণের একটি বিশেষ পদ্ধতি আছে। রোজ ওয়াটার শুধু মাত্র ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে (4°C এর নীচে)। স্বাভাবিক ঘরের তাপমাত্রায় বা নর্মাল ফ্রিজে রাখলে দ্রুত নষ্ট হয়ে যাবে। রোজ ওয়াটারটি হাতে পেয়েই সাথে সাথে আইস কিউব ট্রেতে রেখে আবার ডিপ ফ্রোজেন করে ফেলতে হবে। পরবর্তীতে ব্যবহারের সময় একটা করে কিউব বের করে ব্যবহার করা সুবিধাজনক। বার বার রোজ ওয়াটার defrost করলে এর গুনগত মান কমে যেতে পারে।

এস্টেরিয়ার রোজ ওয়াটার-

  • স্কিনের পোর কমিয়ে আনে
  • গ্লো বাড়ায়
  • ত্বকের বিভিন্ন অংশের বিভিন্ন রঙ হবার যে সমস্যা (আনইভেন টোন) তা কমিয়ে আনে
  • স্কিন টান টান করে এবং তারুণ্য ধরে রাখতে সাহায্য করে
  • যেকোন ফেসপ্যাক এই রোজ ওয়াটার দিয়ে মিশিয়ে দিলে ফেসপ্যাকের কার্যকারিতা কয়েকগুণ বেড়ে যায়

Patch test

Always, always do a patch test before using a product!! আপনার ত্বক সেনসিটিভ না হলেও করবেন। এটা সব ধরণের স্কিনের জন্য প্রযোজ্য।

প্যাচ টেস্ট কি?
– কোন উপাদানে এলার্জি (hypersensitivity) আছে কিনা বোঝার একটি প্রসেস

কেন করবেন?
– জানার জন্য এই প্রোডাক্ট এ আপনার এলার্জি আছে কিনা। শুধু স্কিন কেয়ার প্রোডাক্ট এর জন্যই না। যেকোন নতুন খাবারও শুরুতে অল্প করে খেয়ে দেখবেন, এমনকি নতুন ম্যাটেরিয়ালের কাপড় পরার আগেও সেটা অল্প কিছুক্ষণ পরে দেখবেন।

কীভাবে করবেন?
– স্কিন কেয়ার প্রোডাক্ট এর ক্ষেত্রে অল্প একটু প্রোডাক্ট নিয়ে কানের পিছনে মেখে রাখুন। ধুয়ে ফেলার মত প্রোডাক্ট হলে ৩০ মিনিট রাখুন, এর পর ধুয়ে ফেলুন। লোশন বা ক্রিম জাতীয় প্রোডাক্ট হলে ধুয়ে ফেলবেন না। ৭২ ঘন্টা অপেক্ষা করুন কোন রি একশন হয় কিনা দেখার জন্য। যদি কানের পিছনে চুলকায়, গরম মনে হয়, লাল বা র‍্যাশ হয়েছে মনে হয়- প্রোডাক্ট ব্যবহার করবেন না। যদি কোন সমস্যা না হয়, প্রোডাক্ট ব্যবহার চালু করতে পারেন।

*** এলার্জিক রিএকশন মানেই প্রোডাক্ট নষ্ট/ খারাপ প্রোডাক্ট না। এর মানে এই প্রোডাক্ট টি আপনার জন্য স্যুটেড নয়।