How to

Patch test

Always, always do a patch test before using a product!! আপনার ত্বক সেনসিটিভ না হলেও করবেন। এটা সব ধরণের স্কিনের জন্য প্রযোজ্য।

প্যাচ টেস্ট কি?
– কোন উপাদানে এলার্জি (hypersensitivity) আছে কিনা বোঝার একটি প্রসেস

কেন করবেন?
– জানার জন্য এই প্রোডাক্ট এ আপনার এলার্জি আছে কিনা। শুধু স্কিন কেয়ার প্রোডাক্ট এর জন্যই না। যেকোন নতুন খাবারও শুরুতে অল্প করে খেয়ে দেখবেন, এমনকি নতুন ম্যাটেরিয়ালের কাপড় পরার আগেও সেটা অল্প কিছুক্ষণ পরে দেখবেন।

কীভাবে করবেন?
– স্কিন কেয়ার প্রোডাক্ট এর ক্ষেত্রে অল্প একটু প্রোডাক্ট নিয়ে কানের পিছনে মেখে রাখুন। ধুয়ে ফেলার মত প্রোডাক্ট হলে ৩০ মিনিট রাখুন, এর পর ধুয়ে ফেলুন। লোশন বা ক্রিম জাতীয় প্রোডাক্ট হলে ধুয়ে ফেলবেন না। ৭২ ঘন্টা অপেক্ষা করুন কোন রি একশন হয় কিনা দেখার জন্য। যদি কানের পিছনে চুলকায়, গরম মনে হয়, লাল বা র‍্যাশ হয়েছে মনে হয়- প্রোডাক্ট ব্যবহার করবেন না। যদি কোন সমস্যা না হয়, প্রোডাক্ট ব্যবহার চালু করতে পারেন।

*** এলার্জিক রিএকশন মানেই প্রোডাক্ট নষ্ট/ খারাপ প্রোডাক্ট না। এর মানে এই প্রোডাক্ট টি আপনার জন্য স্যুটেড নয়।

3 thoughts on “Patch test

  1. Shumana Aziz says:

    Thanks for the tips

  2. Nur Akhtar Jahan says:

    Thank you asteria for the informatio.

    1. Dr Sanjida says:

      Thank you for reading our blog <3

Leave a Reply