PAO or Period after opening date
আপনার প্রোডাক্টের গায়ে এক্সপায়ারি ডেইট খুঁজে না পেলে দুশ্চিন্তার কোন কারণ নেই। খুঁজে না পাবার কারণ সাম্প্রতিক সময়ে প্রোডাক্ট এক্সপায়ারি ডেইট প্রকাশের নিয়ম পরিবর্তণ হয়েছে। UK, EU অরিজিনের প্রোডাক্টগুলো এখন Printed expiry date এর বদলে ইউরোপিয়ান ইউনিয়নের নিয়ম অনুযায়ী Period after opening ডেইট লেবেলে দেয়। একে সংক্ষেপে বলা হয় PAO। এর symbol টা দেখতে একটা খোলা কসমেটিক জারের মত। আপনার প্রোডাক্টের প্যাকেজিং এর পিছনের দিকে দেখবেন ছবির মত একটা সাইন আছে, যাতে একটা সংখ্যা এবং পাশে M লেখা। M মানে মাস এবং সংখ্যা দিয়ে কত মাস সেটা বোঝানো হয়। পুরো কথাটির মানে হচ্ছে প্রোডাক্টটির ক্যাপ খোলার পর থেকে ওই সংখ্যক মাস আপনি এটা ব্যবহার করতে পারবেন। যদি 12 M লেখা থাকে তার মানে প্রোডাক্ট খোলার পর ১২ মাস সেটা ব্যবহার করতে পারবেন।
সাধারণত ক্যাপ সিলড অবস্থায় একটি প্রোডাক্টের গুণগত মান ৩-৫ বছর অক্ষুন্ন থাকে। ধরুন ২০২০ সালে আপনি একটি প্রোডাক্ট কিনলেন যাতে 12 M PAO লেখা আছে। অর্থাৎ, ২০২৫ সালের মাঝে যে কোন সময় এর ক্যাপ খুললে আপনি ১২ মাস পর্যন্ত প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে প্রোডাক্টটির সিল/ ক্যাপ কবে খোলা হল এটা সম্পর্কিত নয়। কারণ এই প্রোডাক্টগুলোর এক্সপায়ারির সম্পর্ক air contact এর সাথে। প্রোডাক্ট ম্যানুফেকচারের সময় এটাকে এয়ার টাইট করে প্যাকেজিং করা হয়। যতদিন environment air এর সাথে কন্টাক্টে না আসছে ততদিন প্রোডাক্ট এর গুনগনমাত অক্ষত ও একইরকম থাকবে 🙂
What is the meaning of 01/22??is it 1 or 22 month!?
01/22 means January, 2022.