How to preserve Asteria rose water
এস্টেরিয়া রোজ ওয়াটার সম্পূর্ণ ন্যাচারাল ভাবে তৈরী ও কোন কেমিক্যাল প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না। তাই এর সংরক্ষণের একটি বিশেষ পদ্ধতি আছে। রোজ ওয়াটার শুধু মাত্র ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে (4°C এর নীচে)। স্বাভাবিক ঘরের তাপমাত্রায় বা নর্মাল ফ্রিজে রাখলে দ্রুত নষ্ট হয়ে যাবে। রোজ ওয়াটারটি হাতে পেয়েই সাথে সাথে আইস কিউব ট্রেতে রেখে আবার ডিপ ফ্রোজেন করে ফেলতে হবে। পরবর্তীতে ব্যবহারের সময় একটা করে কিউব বের করে ব্যবহার করা সুবিধাজনক। বার বার রোজ ওয়াটার defrost করলে এর গুনগত মান কমে যেতে পারে।
এস্টেরিয়ার রোজ ওয়াটার-
- স্কিনের পোর কমিয়ে আনে
- গ্লো বাড়ায়
- ত্বকের বিভিন্ন অংশের বিভিন্ন রঙ হবার যে সমস্যা (আনইভেন টোন) তা কমিয়ে আনে
- স্কিন টান টান করে এবং তারুণ্য ধরে রাখতে সাহায্য করে
- যেকোন ফেসপ্যাক এই রোজ ওয়াটার দিয়ে মিশিয়ে দিলে ফেসপ্যাকের কার্যকারিতা কয়েকগুণ বেড়ে যায়