চুল পড়া সমস্যায় মেথি গুঁড়া
গতবার হেয়ার কেয়ার নিয়ে পোস্ট করার পর বেশিরভাগ আপুরাই কমেন্টে জানিয়েছেন খুব চুল পড়ছে। হেয়ার ফল নিয়ে আসলে আমাদের সবারই কমবেশি দূর্ভোগ পোহাতে হয়। অনেক আপু জানতে চেয়েছেন চুল ঘন করবো কিভাবে লম্বা করবো কিভাবে। যদি খুব হেয়ার ফল হতে থাকে তাহলে আপুদের বলবো চুল ঘন ও লম্বা করার স্টেপে পরে যান। আগে হেয়ার ফল কন্ট্রোলে নিয়ে আসেন। কেননা হেয়ার ফল হতে থাকা অবস্থায় আপনি চাইলেও এটা সেটা মেখে চুল ঘন করতে পারবেন না। লম্বা করতে পারলেও হেয়ার ফলের কারণে লম্বা চুল হয়ে যাবে পাতলা ফিনফিনে যেটা সুন্দর দেখানোর বদলে দৃষ্টিকটুই লাগবে। তাই আজ এই কমন প্রবলেম টা নিয়েই লিখবো কিভাবে হেয়ার ফল রিডিউস করা যাবে সাথে হেয়ার লেনথ ও বাড়ানো যাবে।
হেলদি হেয়ারের জন্য অবশ্যই হেয়ার মাস্ক ইউজ করা উচিত। তাই চুলের যত্নে পছন্দমত একটি অর্গানিক প্যাক বেছে নেয়া উচিত। এখন অনেকেই বলবেন স্টকে তো এতো এতো প্রডাক্ট কোনটা ছেড়ে কোনটা ইউজ করা যায়! অথবা আমার জন্য স্যুইটেবল কোনটা? অথবা আমি কিভাবে বুঝবো এই প্যাকটা আমার চুলেই দরকার! সেজন্যই প্রথমে বলছিলাম আগে নিজের সমস্যা গুলো ভালভাবে বুঝুন, সমস্যাগুলো আসলে কি কারণে হচ্ছে কারণ টা খুঁজে বের করুন।
★অর্গানিক হেয়ার মাস্ক মেথি গুড়া —-
মেথি আমরা সবাই চিনি। অনেকেই মেথি ইউজ করে থাকেন আবার অনেকে শুধু নাম শোনা পর্যন্তই ব্যবহার করে দেখা হয় নি কখনো । কিন্তু আমরা কি জানি মেথি প্রচুর ঔষধি গুণে সমৃদ্ধ। মেথিতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন সি, আয়রন, নিকোটিনিক এসিড এবং লেসিথিন। এতে থাকা একেকটি উপাদান চুল পরা কমাতে, চুল বৃদ্ধি করতে, চুল ঘন করতে কাজ করে থাকে। এমনকি মেথি অকালে চুল পেকে যাওয়া থেকেও বিরত রাখে। চুলের খুশকি দূর করে। এরকম আরো অনেক উপকারিতা আছে যা লিখলে লিখে যেতেই হবে। তাই চুলের সমস্যা সমাধানে মেথির হেয়ার মাস্ক টা সহজেই বেছে নেয়া যেতে পারে।
★মেথির ব্যবহার————
অনেক আগে থেকেই চুলের যত্নে মেথি বাটা ইউজ করা হয়। কিন্তু এখন আমরা সবাই এতো বেশি বিজি থাকি কাজকর্ম নিয়ে মেথি বেটে মাথায় দেয়া সম্ভব হয়ে উঠে না। তাই মেথির ব্যবহার সহজ করতে এস্টেরিয়ার স্টকে মেথি গুড়া আছে। খুব কম সময়ে চাইলেই ব্যবহার করা যায়। এই মেথি গুড়া নানাভাবে ব্যবহার করা যায়:
১. মেথি গুড়া পেস্ট করে কয়েক ঘন্টা রেখে দিয়ে তার সাথে টক দই, এলোভেরা জেল মিক্স করে চুলে দিয়ে ১ ঘন্টা রেখে ধুয়ে ফেলুন। এই প্যাক চুল সিল্কি, শাইনি করতে হেল্প করে, চুল পরা কমায়। বাজার থেকে এলোভেরা কিনে এনে, জেল বের করে ইউজ করা অনেকে ঝামেলা মনে করেন আবার প্রিজার্ভেশনের ও ব্যাপার থাকে। তাই চাইলে এস্টেরিয়ার স্টকে থাকা এলোজেল ও ইউজ করতে পারেন প্যাকে।
২. মেথি গুড়া পেস্ট করে সাথে ডিমের সাদা অংশ, সামান্য ক্যাস্টরওয়েল মিক্স করে মাস্ক বানিয়ে চুলে ব্যবহার করুন। এতে হেয়ার ফল কমবে নতুন হেয়ার গ্রো ও করবে। নিয়মিত ব্যবহারে চুল ঘন হবে।
৩. মেথির পেস্টের সাথে পাকা কলা ব্লেন্ড করে মিক্স করুন সাথে আমলকী গুড়া দিয়ে মিক্সচার করে চুলে ব্যবহার করুন। এই প্যাক চুলকে সফট & সিল্কি করে, চুল পড়া কমায়, চুল বৃদ্ধিতে সাহায্য করে।
৪. যাদের অত সময় হয়ে উঠে না তারা শুধুমাত্র মেথি গুড়া পানি দিয়ে পেস্ট করে চুলে লাগাতে পারেন। তাহলেও ভালো আউটপুট পাবেন নিয়মিত ব্যবহারে।
উপরের রেমেডিগুলা শুধু হেয়ার ফল কন্ট্রোলের জন্যই না যারা চুল লম্বা ঘন করতে চান তাদের জন্যও খুব বেনেফিশিয়াল হেয়ার মাস্ক এই মেথি গুড়া। বেস্ট আউটপুট পাওয়ার জন্য রেগুলারলি ইউজ করুন। এবং অবশ্যই বাহ্যিক পরিচর্যার পাশাপাশি মেন্টাল স্ট্রেসের দিকে নজর দিন খাওয়া দাওয়া প্রোপারলি করুন ইনশাআল্লাহ সমস্যাগুলো সমাধান করতে পারবেন।
লিখেছেন-